Tecb-Buzz BD

How To Keep Your Facebook Account Safe

প্রথমে সবাইকে জানাই আমার সালাম।
আশা করি সবাই ভাল আছেন।
 আমার পোষ্ট গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।

চলুন কথা না বাড়িয়ে আজকের টপিক নিয়ে কাজ শুরু করা যাক।
টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজ থেকে নিয়ে আলোচনা করব।
চলুন শুরু করা যাক।
১.প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর সেটিংস অপশনে যেতে হবে।
২. একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন সিকিউরিটি এন্ড লগইন।
৩.এবার সিকিউরিটি এবং লগিং এ ক্লিক করুন।
 

৪.এবার উপরে স্ক্রীনশটএর মত তিনটি অপশন আসবে।আপনাকে তিনটি অপশন এ অন করে দিতে হবে।
এ ৩ টা অপশন অন করে দিলে আপনার একাউন্টে যদি কেউ জগিং করে তাহলে আপনার ফোন নাম্বার একটি এসএমএস আসবে যে এসএমএসে  ছয় ডিজিটের একটি কোড দেওয়া থাকবে ঔ কোড ছাড়া আপনার একাউন্টে কেউ লগইন করতে পার।

আপনার অ্যাকাউন্ট থেকে লগ-ইন করেছে কোথা থেকে লগইন করেছে এবং কিসের মাধ্যমে কোন ডিভাইস টা দিয়ে লগইন করেছে সবকিছু  আপনার ই-মেইল ও ফোনে চলে আসবে।
এরপর আপনারা কোন টপিক নিয়ে জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি পরবর্তী সময়ে সেই টপিকস টা নিয়ে আলোচনা করব।

আসসালামু আলাইকুম

2 comments:

Web Development | Web Design | ওয়েব ডিজাইন ও ফ্রিল্যান্সিং শিখুন

What is Web Development? Web development  work depends on various Components. Web development can range from developing a simple single...